প্রথম পাতা খবর আজ রাজ্যের দুদিনের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

আজ রাজ্যের দুদিনের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

343 views
A+A-
Reset

আজ রাজ্যের দুদিনের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, এদিন সন্ধে ৭টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। আগামী দু’দিনে দলের সাংসদ, বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মনে করা হচ্ছে মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই নাড্ডার এই বঙ্গ সফর।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন জে পি নাড্ডা। বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন।দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৃহস্পতিবার দলের সাংসদ, বিধায়ক ও রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুরে দলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। কলা মন্দিরে নাগরিক সম্মেলনও যোগ দেওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার।
একুশের বিধানসভা ভোটে কার্যত ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। পুরসভা ভোটে মাথা তুলে দাঁড়াতে পারেনি বিজেপি। একের পর এক কেন্দ্রে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। এমনকী রাজ্যসভাপতির নিজের পুরসভাতে গোহারা হেরেছে বিজেপি। তার পরে দলের অন্দরে একের পর এক বিদ্রোহ। অর্জুনের টিএমসিতে ফেরার পর দলের অন্দরে নতুন করে ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। একের পর এক বিজেপি নেতা প্রকাশ্যে বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সর্বভারতীয় সভাপতির এই বঙ্গ সফরে কি সেই ক্ষোভ প্রশমিত হবে এই নিয়ে চলছে জল্পনা।

বিজেপি সূত্রে খবর, রাজ্যের নতুন ওয়ার্কিং কমিটি ও বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, দলকে আরও মজবুত ও একইসঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংগঠনকে জোরদার করতে বার্তা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.