কলকাতা পুরসভার নির্বাচনের দিন বিরোধী দলগুলিকে প্রতিবাদে শামিল হয়ে প্রায় একযোগে গলা মেলাতে দেখা গিয়েছিল। এবার একই ইস্যুতে মামলার ক্ষেত্রেও বিজেপি ও বাম শিবির একত্রে চলার উদাহরণ তুলে ধরল। পুরভোটে সন্ত্রাস নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বাম বিজেপি।
এবারের কলকাতা পুরসভার নির্বাচনে ব্যাপক সন্ত্রাস আর রিগিং এর অভিযোগে সোমবার কলকাতা হাইকোর্টে প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে মামলা দায়ের করার অনুমতি চান কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার।
প্রায় একইরকম কারণ দেখিয়ে এদিন আদালতের কাছে মামলার আবেদন জানানো হয় বিজেপির পক্ষ থেকেও। বিজেপির তরফে মামলার আবেদন জানান বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই দুটি মামলাই শুনানির জন্য গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব। আরও জানা গিয়েছে, এই দুই মামলার একত্রে শুনানি হবে আগামী বৃহস্পতিবার।