আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পর বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, সিতাই কেন্দ্র থেকে লড়বেন দীপক কুমার রায়। মাদারিহাটে প্রার্থী করা হয়েছে রাহুল লোহারকে। নৈহাটিতে বিজেপির প্রতীক নিয়ে দাঁড়াচ্ছেন রূপক মিত্র, আর হাড়োয়া থেকে লড়বেন বিমল দাস। মেদিনীপুর কেন্দ্রে শুভজিৎ রায়কে মনোনীত করেছে বিজেপি, এবং তালডাংরায় প্রার্থী হচ্ছেন অনন্যা রায় চক্রবর্তী।
এই ছ’টি আসনের মধ্যে পাঁচটি আসন তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল, আর মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে। উপনির্বাচনের ফলাফলে কোন দল কতগুলি আসন ধরে রাখতে বা দখল করতে পারবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনীতি গরম হয়ে উঠেছে।
নৈহাটি আসনে উপনির্বাচন হচ্ছে পার্থ ভৌমিক সাংসদ হওয়ার কারণে। হাড়োয়ায় ভোট হচ্ছে প্রাক্তন বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাটের সাংসদ হওয়ায়। তবে কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ বসুনিয়া সাংসদ হওয়ায় আসনটি ফাঁকা হয়েছে। তালডাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়ার সাংসদ হওয়ায় সেখানে ভোট হবে। মেদিনীপুর আসনে ভোট হচ্ছে প্রাক্তন বিধায়ক জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ার পর। মাদারিহাটের প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার পর সেখানে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।