হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

হুগলি: লোকসভা ভোটের পঞ্চম দফায় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল হুগলির ধনিয়াখালিতে। বিজেপি লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিক্ষোভেরও মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। তৃণমূল এবং বিজেপি- দুই রাজনৈতিক দলের দুই নেত্রীর বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে ধনিয়াখালি।

ঘটনায় প্রকাশ, ধনিয়াখালিতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঠিক বাড়ির সামনে এই বিতণ্ডা বাঁধে। সেখানে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেটকে ‘ডাকাত’ বলে ডাক দেন অসীমা-সহ তৃণমূলের কর্মী-সমর্থকেরা। লকেটও পাল্টা ‘অসীমা চোর-অসীমা চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এ ভাবেই মিনিট কয়েক চলে স্লোগান এবং পাল্টা স্লোগান।

এ ব্যাপারে লকেট বলেন, ‘‘সবাই লাইনে ছিল। আমি ধনিয়াখালিতে পা দিয়ে দিয়েছি। সব চলে এসেছে।’’

অন্য দিকে, তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বলেন, “ওনারা তো ডাকাত। এখানে এসে নাটক করছেন কেন? ভালভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে। এতদিনে একবারও আসেননি।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন