ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুবোধ! টুইট তথাগত’র

ডেস্ক: ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করতেই, রবিবার তৃণমূল আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে, ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতাই। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবেন, তা নিয়ে নানারকম জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এসবের মাঝেই টুইটারে নিজের পছন্দের প্রার্থীর নাম জানলেন বিজেপি নেতা তথাগত রায়।

আরও পড়ুন: হিন্দু ও মুসলিমদের উৎস আসলে একই: মোহন ভাগবত


মঙ্গলবার টুইটে তথাগত রায় লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুর উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা।” কে এই সুবোধ? তাঁর পরিচয়ও দেন তথাগত রায়। টুইটে তিনি লেখেন, “ওই যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয়! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!” 

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে