‘বিজেপি গুন্ডামি চালাচ্ছে’, ধর্ষণ-খুন মামলার প্রতিবাদের মধ্যে মমতার পাশে তেজস্বী

পটনা: বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই রেশ ধরে আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্য, ‘বিজেপি শান্তি বিঘ্নিত করতে চায়’।

বৃহস্পতিবার পাটনায় তেজস্বী বলেন, “পুরো পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি চালাচ্ছে। দোকান-বাজার লুটপাট করা হচ্ছে। বিজেপির লোকেরা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। তারা জনগণকে ক্রমাগত উসকানি দিচ্ছে। কিন্তু বাংলা বা অন্য কোনও রাজ্যের মানুষ বিজেপির ফাঁদে পড়বে না।”

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এ প্রসঙ্গে তেজস্বী বলেন, “উত্তরপ্রদেশ ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। তখন তারা চুপ কেন থাকে? তারা সব জায়গায় আতঙ্ক তৈরি করতে চায় কেন? তাদের এই চক্রান্ত ব্যর্থ করুন।”

বুধবার, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন এবং বিজেপি বাংলায় সমস্যা সৃষ্টি করার চেষ্টা করলে অন্যান্য রাজ্যের জন্য বিরূপ পরিণতির জন্য সতর্কও করেন।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?