প্রথম পাতা খবর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি

281 views
A+A-
Reset

বৃহস্পতিবারই কলকাতা পুরভোট কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। যেখানে রায় ঘোষণা করতে গিয়ে আদালত জানিয়েছে, পুরভোটের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই। রাজ্য়ের পুলিশেই আস্থা রাখতে দেখা যায় আদালতকে। তবে সেই রায়কেই দুপুর গড়ানোর আগেই চ্য়ালেঞ্জ জানাল বিজেপি।

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে এখনও অনড় রয়েছে বিজেপি। আর তাই কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের  রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হল বিজেপির পক্ষ থেকে। বিজেপির এই আবেদন ইতিমধ্য়েই গ্রহনও করেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে  শুক্রবারই হতে পারে এই মামলার শুনানি।

এই মামলায় বিজেপির তরফে আদালতকে বলা হয়, রাজ্য়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর সেই সব ঘটনার ক্ষেত্রে রাজ্য় পুলিশের গাফিলতি বা গাছাড়া মনোভাবও অত্য়ন্ত পরিস্কার হয়ে গিয়েছে আদালতের সামনে। যে কারণে ইতিমধ্য়েই ওই মামলা রাজ্য় পুলিশের হাত থেকে কেড়ে নিয়েছে এই কলকাতা আদালত এবং ওই মামলার তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সিবিআই এর উপর। আর তাই ওই মামলার সূত্র ধরেই এই মামলাতেও রাজ্য় পুলিশের উপর ভরসা না রেখে কেন্দ্রীয় বাহিনীর উপরেই ভরসা রাখুক আদালত, এমনটাই আবেদন জানায় বিজেপি।

উল্লেযোগ্য় বিষয় হল, এদিনই আদালত শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলার রায়ে কলকাতা হইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ জানায়, যদি কেউ নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে তিনি সংশ্লিষ্ট  থানায় গিয়ে অভিযোগ দায়ের করতেই পারেন। আর যদি কেউ এই ধরণের কোনও অভিযোগ দায়ের করেন, তাহলে পুলিশকেও অবশ্য়ই সেই অভিযোগ ক্ষতিয়ে দেখতে হবে এবং ব্য়বস্থা গ্রহণ করতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.