‘পার্টি নয়, বিজেপি এখন দোকান হয়ে গেছে…’, দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে বিস্ফোরক দিলীপ ঘোষ

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সঙ্গে রাজ্য রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা হল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মন্দির উদ্বোধনের পরই সেখানে হাজির হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সস্ত্রীক মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোশগল্প— এরপরই জল্পনা শুরু রাজ্য রাজনীতির অলিন্দে।

রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ একাধিক নেতাকে। কিন্তু একমাত্র দিলীপ ঘোষই আমন্ত্রণ রক্ষা করে মন্দিরে হাজির হন। আর তাতেই ক্ষুব্ধ বিজেপির একাংশ।

বুধবার সকালে সৈকতে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় ক্ষোভের জবাবে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললে এত অস্বস্তি কেন? যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচেছে, আজ তারা জ্ঞান দিচ্ছে! আমি কখনও মাথা নোয়াইনি, এখনও নোয়াব না।”

তিনি আরও বলেন, “বিজেপি এখন পার্টি নয়, দোকান হয়ে গেছে। সবাই শুধু কামাচ্ছে। আমি কারও কাছে হাত পাতিনি, নিজের লড়াই নিজেই লড়েছি। আগামিদিনেও তাই করব।”

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলীপ বলেন, “আমি আগে হিন্দু, তারপর বিজেপি। বিজেপি কাল ছিল, পরশু নাও থাকতে পারে। কিন্তু আমি চিরকাল হিন্দুই থাকব।”

দলবদলু ও অভ্যন্তরীণ সমালোচকদের একহাত নিয়ে দিলীপ ঘোষের এই বক্তব্য ফের একবার গেরুয়া শিবিরের অন্তর্কলহকেই সামনে আনল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক