প্রথম পাতা খবর ভবানীপুরে উপনির্বাচন ভেস্তে দিতে আদালতে যাচ্ছে BJP

ভবানীপুরে উপনির্বাচন ভেস্তে দিতে আদালতে যাচ্ছে BJP

306 views
A+A-
Reset

ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল তিন কেন্দ্রে তাদের প্রার্থী কারা। সাংবিধানিক সঙ্কটের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ভবানীপুর কেন্দ্রে উপ-নির্বাচন ঘোষণার কমিশনের সিদ্ধান্তকে চ্যালেজ্ঞ করে আদালতে যেতে চলেছে বিজেপি। পুর ও উপ নির্বাচন নিয়ে তরজার মধ্যেই শনিবার রাজ্যে উপনির্বাচনের দাবিদার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোটের দিন ঘোষণা করে কমিশন। 
করোনা পরিস্থিতিতে অন্য জায়গায় উপনির্বাচন হচ্ছে না। অথচ ব্যতিক্রম ভবানীপুর। কমিশনের এই ‘দ্বি-নীতি’ই আদালতে তুলে ধরতে চাইছে বিজেপি (BJP)। সূত্রের খবর, বিজেপির মূলত প্রশ্ন, কেন একটা রাজ্য নিয়ে দুই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দু’রকম হবে। পুরভোটের প্রসঙ্গ তোলা হলে রাজ্য নির্বাচন কমিশন বলছে ভোট করার মতো পরিস্থিতি নেই। অথচ কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিব্যি ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছেন দিলীপ ঘোষরা। বিজেপি সূত্রের খবর, মামলাটি সাংবিধানিক বেঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তারা। বিজেপির হয়ে মামলা লড়বেন সাংসদ মহেশ জ্যেঠমালানি।

আরও পড়ুন: ভবানীপুরে উপনির্বাচন ও বাকি দু’টি কেন্দ্রের নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল


দিলীপ বলেন,’রাজ্যের কমিশন বলছে, পুরভোটের মতো পরিস্থিতি নেই। অথচ জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। অন্য রাজ্য বলছে ভোট করতে পারব না। স্বাভাবিক প্রশ্ন উঠছে এর পিছনে কোনও রহস্য নেই তো?’ 


ভবানীপুরে নির্বাচন আটকাতে কি আইনি পদক্ষেপ করছে বিজেপি (BJP)? জবাবে শমীক ভট্টাচার্য বলেন,’উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে চলে যাবে না। বিজেপি ভবানীপুরে লড়বে। বাকি দু’টি কেন্দ্রেও লড়াই করবে।’ বিজেপি সূত্রের খবর, শনিবার রাতে ভার্চুয়াল বৈঠকে উপভোট সংক্রান্ত রণনীতি নিয়ে আলোচনা করেছেন রাজ্য নেতারা। আদালতের দরজায় কড়া নাড়ার বিষয়টি নিয়েও কথা হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.