Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ত্রিপুরা, নাগাল্যান্ডে প্রত্যাবর্তন, মেঘালয়ে ছেড়ে যাওয়া সঙ্গীর সঙ্গে পুনর্মিলন বিজেপি-র! - NewsOnly24

ত্রিপুরা, নাগাল্যান্ডে প্রত্যাবর্তন, মেঘালয়ে ছেড়ে যাওয়া সঙ্গীর সঙ্গে পুনর্মিলন বিজেপি-র!

ত্রিপুরায় প্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি এবং আইপিএফটির জোট। নাগাল্যান্ডেও বিজেপি এবং তার জোটসঙ্গী এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি) ৩৭টি আসনে জিতেছে, যা গতবারের চেয়ে সাতটি বেশি। ফলে ত্রিপুরা এবং নাগাল্যান্ডে বিজেপি-র জোট সরকার গঠন নিশ্চিত। তবে ত্রিশঙ্কু বিধানসভা হয়েছে মেঘালয়ে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ও দিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সঙ্গে সরকার গঠন নিয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়ে গিয়েছে বিজেপি-র উচ্চ নেতৃত্বের।

ত্রিপুরার ফলাফল

বিজেপি- ৩২

সিপিআইএম- ১১

কংগ্রেস- ৩

আইপিএফটি- ১

তিপ্রা মথা- ১৩

নাগাল্যান্ডের ফলাফল

বিজেপি- ১২

নির্দল- ৪

জেডি(ইউ)- ১

এলজেপি (রামবিলাস)- ২

এনপিএফ- ২

এনপিপি- ৫

কংগ্রেস- ৭

এনডিপিপি- ২৫

আরপিআই (আথাওয়ালে)- ২

মেঘালয়ের ফলাফল

তৃণমূল কংগ্রেস- ৫

বিজেপি- ২

এইচএসপিডিপি-২

নির্দল- ২

কংগ্রেস- ৫

এনপিপি- ২৬

পিডিএফ- ২

ইউডিপি- ১১

ভিপিপি- ৪

বলে রাখা ভালো, বুধবার গুয়াহাটিতে একটি বৈঠকে মুখোমুখি হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং সাংমা। সূত্রের খবর, তাঁদের মধ্যে জোট নিয়ে কথা হয়। এর আগে, সাংমার এনপিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিবাদের পর দুই দল নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তাঁদের পুনর্মিলন নিয়ে জোর জল্পনার মধ্যেই হিমন্ত এ দিন টুইটারে লেখেন, নতুন সরকার গঠন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন সাংমা।

Related posts

আশাকর্মীদের বিক্ষোভ ও আইএসএফের সভা, জোড়া কর্মসূচিতে স্তব্ধ শহরের গতি

‘সুভাষিণী’ থেকে ‘ইরাবতী’, বাংলার কৃষিতে নতুন দিগন্ত! বিজ্ঞানীদের সাফল্যকে কুর্নিশ মমতার

সুপ্রিম কোর্টের নির্দেশের জের, শুনানির সময়সীমা বাড়াতে পারে কমিশন