অবশেষে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। তবে ঘটনার পর থেকেই তিনি ছিলেন ‘পলাতক’। দীর্ঘ পাঁচ দিন গা-ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার রাতে ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শিয়ালদহ আদালতে তোলা হবে তাঁকে।
রাকেশকে গ্রেফতারের সময় তাঁকে পুলিশ ভ্যানে তোলার আগে ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়। এমনকি তিনি জানান, ‘‘রাকেশ সিংহ কাউকে ভয় পান না।’’
উল্লেখ্য, গত শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, রাকেশ সিংহের নেতৃত্বে একদল বিজেপি সমর্থক কংগ্রেস ভবনে ঢুকে তাণ্ডব চালান। পোড়ানো হয় পতাকা, গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পরই এন্টালি থানায় রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়।
এই মামলায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন রাকেশের ছেলে শিবম সিংহ এবং তিন ঘনিষ্ঠ সহযোগী—বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। সোমবার ছেলের গ্রেফতারের পর সমাজমাধ্যমে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাকেশ। তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে ধরতে না পেরে ছেলেকে হেনস্থা করা হচ্ছে। এমনকি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সরাসরি হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত হয়েছিল বিহারের দ্বারভাঙায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠার পর। তার জেরেই কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে হামলার অভিযোগ ওঠে। অবশেষে, মঙ্গলবার রাতে পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি নেতা রাকেশ সিংহ।