রাজ্যের দিকে দিকে বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার ফের ভাঙন ইংরেজবাজার এলাকায়। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। সোমবার দুপুরে মালদায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দল পরিবর্তনকারী ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্যদের বক্তব্য, “বিজেপি দলে থেকে কোন কাজ করা যাচ্ছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য ঢালাও একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছেন।”
তাঁরা আরও জানান, “আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোন সুযোগ দেওয়া হয়নি ওই দলের তরফ থেকে। পাশাপাশি ন্যূনতম সম্মানটুকু আমাদের মেলেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি।”
এদিনের এই যোগদান সভায় উপস্থিত মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থান সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরে বসে মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন। এসব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই এদের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছি।”