প্রথম পাতা খবর মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

333 views
A+A-
Reset

কলকাতা: রবিবার জগদ্দলের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উলটো ছবি উপহার দেওয়া নিয়ে বিতর্ক। এ দিন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদীর হাতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রেম বাঁধানো ছবি উপহার দেন বিজেপি বিধায়ক পবন সিং। সেটিকে উলটো করে ধরেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর হাতে ছবিটি তুলে দেওয়ার সময় সেটি যে উলটো করে ধরা আছে সম্ভবত খেয়াল করেননি বিজেপি বিধায়ক পবন সিং। উলটো ছবিই প্রধানমন্ত্রীর হাতে তুলে ধরেন তিনি। পাশ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি লক্ষ্য করে সেটিকে সোজা করার জন্য বলতে থাকেন। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। সেই উল্টো ছবি ধরা অবস্থায় প্রধানমন্ত্রীর দাঁড়িয়ে থাকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

একটি ভিডিও পোস্ট করে বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক লেখেন, “আজ মোদীজির হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। যাঁরা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানে না, তাঁরা কিভাবে বাংলা দখলের কথা বলে!! বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবিঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।”

উল্লেখযোগ্য ভাবে, কিছুদিন আগেই বাংলায় প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, ‘কাউকে ছাড়া হবে না। উলটো করে টাঙিয়ে দেওয়া হবে।’ সেই বক্তব্য টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘কেউ বলেছিল, উলটো করে সোজা করা হবে।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.