পুরভোটে ফের স্বমহিমায় অর্জুন সিং! চড় মারলেন তৃণমূলকর্মীকে

রবিবার সকাল থেকেই রাজ্যের ১০৮টি পুরসভায় চলছে ভোটগ্রহন। বেশ কয়েকটি পুরসভায় বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর ভোট শান্তিপূর্ণই চলছে। ব্যতিক্রম একমাত্র কাঁথি ও ভাটপাড়া।

রবিবার বেলা বাড়তেই স্বমহিমায় ফিরলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিজের ওয়ার্ডেই তিনি ভোট দিলেন না। কারণ ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে কোনও বিজেপি প্রার্থী নেই। ওই ওয়ার্ডে বিজেপির টিকিট পেয়েছিলেন অর্জুনের ভাইপো সৌরভ সিং। কিন্তু তিনি শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ফলে এই প্রথমবার ভোটই দিলেন না অর্জুন সিং।

এর কিছু সময় পরেই দেখা গেল মেজাজও হারালেন এই বিজেপি সংসদ। বেলা বাড়তেই তিনি বের হন ভোট দেখতে। যথারীতি তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।

অভিযোগ, সেসময় এক তৃণমূলকর্মীকে চড় মারেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। শুরু হয় তুমুল ইটবৃষ্টি। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

অর্জুন সিংয়ের দাবি, ‘বহিরাগতরা বুথ দখল করার চেষ্টা করছিল, আমি বাধা দিতে গেলেই তেড়ে আসে’। তৃণমূলের দাবি, অর্জুন সিং তাঁদের এক কর্মীকে চড় মারেন। পুরো ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হচ্ছে। অপরদিকে ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বুথে ইভিএম ভাঙচুরের জন্য গ্রেফতার করা হয়েছে বিজেপি প্রার্থী অজয়কুমার সাউকে। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল কাটাডাঙা এলাকায়। যদিও বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইভিএম ভাঙচুরের জেরে ওই বুথে বেশ কিছুক্ষণ ভোটগ্রহন ব্যহত হয়। পরে বিকল্প ইভিএম এনে ভোটগ্রহন শুরু হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক