225
নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়লেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে হঠাৎ তলপেটে যন্ত্রণা ও বমির উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন তা জানতে একাধিক শারীরিক পরীক্ষা শুরু হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ।