শতরানকারী মার্কব়্যাম
অবশেষে আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জয়ের পর বড় মঞ্চে বারবার খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। এ বার ইতিহাস বদলে গেল লর্ডসে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন হল প্রোটিয়ারা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাভুমা। রাবাডার আগুন ঝরানো বোলিংয়ে প্রথম ইনিংসে ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ভেঙে পড়ে ১৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে অজিদের লোয়ার অর্ডারে স্টার্কের অর্ধশতকে প্রোটিয়াদের সামনে ২৮২ রানের কঠিন লক্ষ্য রাখে অস্ট্রেলিয়া।
লর্ডসে এত বড় রান তাড়া করে জেতার নজির খুব কম। শুরুতেই দুই ওপেনার ফেরার পর আশা ফিকে হয়ে যায়। কিন্তু মার্কব়্যাম ও বাভুমার দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় দল। বাভুমা হাফসেঞ্চুরি করলেও মূল ভরসা হয়ে দাঁড়ান শতরানকারী মার্কব়্যাম। তাঁর দারুণ ইনিংসেই ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের মাধ্যমে ২৭ বছরের আইসিসি ট্রফির খরা কাটাল দক্ষিণ আফ্রিকা। ইতিহাসে প্রথম বার তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে নিল।