নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি নেত্রীর ছেলের খোঁজে মুর্শিদাবাদে লালবাজারের গোয়েন্দারা

কলকাতা: বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশের গাড়িতে আগুন। কলকাতার মহাত্মা গান্ধী রোডে দাউদাউ করে জ্বলছিল একটি গাড়ি। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে সেই ছবি। জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেত্রী ছেলের খোঁজে সক্রিয় পুলিশ।

ঘটনার দিন পুলিশের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় বিজেপি নেত্রীর ছেলের খোঁজে এ দিন মুর্শিদাবাদে অভিযান করেন লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা।

পুলিশের দাবি, পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল বিজেপির নেত্রীর ছেলেই। মুর্শিদাবাদের বেলডাঙার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সান্ত্বনা ঘোষ। তাঁর ছেলে রনি ওরফে শুভজিৎ এখন পলাতক। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, টি-শার্ট পরিহিত ওই যুবক পেট্রোল ঢেলে ওই গাড়ির মধ্যে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন কলকাতার পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। রনিকে খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই মতোই এ দিনের অভিযান। ১৫ মিনিটের বেশি সময় ধরে বাড়িতে তল্লাশি চলে বলে জানা যায়। তবে এখনও রনির কোনো সন্ধান পায়নি পুলিশ।

অন্য দিকে, বিজেপি নেত্রীকে এদিন তদন্তকারীরা তাঁর ছেলের ছবিও দেখান। যদিও ওটা ছেলের ছবি নয় বলে অস্বীকার করেন কাউন্সিলর।

পাশাপাশি বিজেপি-র অভিযোগ, ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন তৃণমূলের লোক গন্ডগোল পাকিয়েছিল। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “গুন্ডামি বিজেপি-ই করেছে, এখন পালিয়ে বেড়াচ্ছে”।

আরও পড়ুন: ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?