Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বেলডাঙা যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা, পুলিশের সঙ্গে বচসা, প্রবল উত্তেজনা - NewsOnly24

বেলডাঙা যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা, পুলিশের সঙ্গে বচসা, প্রবল উত্তেজনা

কৃষ্ণনগর: মুর্শিদাবাদের বেলডাঙা যাওয়ার পথে পুলিশি বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কৃষ্ণনগরে তাঁকে আটকায় পুলিশ। পুলিশ তাঁকে যেতে বাধা দিলে প্রথমে তর্কাতর্কি হয়। পুলিশের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বচসা তুঙ্গে ওঠে। তারপরই রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতিকে প্রিজন ভ্যানে তুলে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে ধুবুলিয়ায় পথ অবরোধ করে বিজেপি। 

জানা গিয়েছে, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই আশঙ্কায় কৃষ্ণনগরে তাঁকে আটকায় পুলিশ। রাস্তাতেই প্রতিবাদে বসে পড়েন সুকান্ত এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতারা।

গত কয়েকদিন ধরে গোষ্ঠী সংঘর্ষের কারণে বেলডাঙায় উত্তেজনা চরমে পৌঁছেছে। বহু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে বেলডাঙায় কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত করে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিতে সুকান্ত মজুমদার নির্ধারিত সময়েই বের হন। তবে কৃষ্ণনগরে পৌঁছানোর পরই তাঁর কনভয় আটকায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বেলডাঙায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে সুকান্তর প্রবেশ নিষিদ্ধ। তবে বিজেপি নেতাদের অভিযোগ, কৃষ্ণনগর থেকে বেলডাঙার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই অবস্থায় এতটা দূরে তাঁদের আটকানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত। পুলিশের সঙ্গে তর্কাতর্কি এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

উত্তেজনার মধ্যেই পুলিশ সুকান্ত মজুমদার এবং বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Related posts

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন: ১২ রাজ্যে ৫০ কোটি ভোটারের হাতে পৌঁছল এনুমারেশন ফর্ম, বাংলায় বিতরণ ৯৯.৬৪%

৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে ধর্মতলায় বৃহত্তর সমাবেশ করবে তৃণমূল, উপস্থিত থাকতে পারেন মমতা ও অভিষেক

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস