দিল্লি এমসিডি উপনির্বাচনে খালি হাতে ফিরল বিজেপি

নয়াদিল্লি : দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) নির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি। পাঁচটি আসনের মধ্যে একটিতে জিততে পারেনি তারা। এর মধ্যে চারটিতে জয়ী হয়েছে আপ একটিতে কংগ্রেস।

রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী , আপের ধীরেন্দ্র কুমার কল্যাণপুরী ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। ত্রিলোকপুরী ওয়ার্ডে আপ প্রার্থী বিজেপির ওম প্রকাশকে হারিয়ে জয়ী হয়েছেন। শালিমার বাগ ওয়ার্ডেও জিতেছেন আপ প্রার্থী সুনীতা মিশ্রা। রোহিনি-সি ওয়ার্ডে জয়ী হয়েছেন আপের রামচন্দ্র।

মুসলিম অধ্যুষিত চৌহান বাঙ্গেলর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রাথী চৌধুরী জুবের আহমেদ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই জয়কে উন্নয়নমূলক কাজের প্রতিফলন বলেই মন্তব্য করেছেন। বিজেপি খালি হাতে ফিরেথে কারণ ওদের উপর মানুষ হতাশ।

নর্থ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের দুটি ওয়ার্ড ও ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনটি আসনে রবিবার ভোটগ্রহণ করা হয়েছিল। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক