মোদির কেন্দ্রে পরাজিত বিজেপি

উত্তরপ্রদেশের বিধান পরিষদের ভোটে গোহারা হারল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে। হেরেছে শুধু নয়, ভোটে তারা তৃতীয় স্থানে রয়েছে।

নির্দল প্রার্থী অন্নপূর্ণা দেবী বড় ম্র্জিনে জিতেছেন। তিনি পেয়েছেন ৪,২৩৪। দ্বিতীয় স্থানে সমাজবাদী পার্টির উমেশ যাদব। তিনি পেয়েছেন ৩৪৫ ভোট। আর বিজেপির সুদামা প্যাটেলের প্রাপ্তি মোটে ১৭০ ভোট!

বিজেপি বিধান পরিষদের ভোটে প্রত্যাশামতোই ভাল ফল করেছে। অযোধ্যার আসন দুটিতে জিতিছে বিজেপি। ২৭ আসনের বেশিরভাগেই এগিয়ে তারা।

প্রয়াত প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের নাতি পদ্মশিবিরের রবিশঙ্কর সিং পাপ্পু বালিয়া আসনে সমাজবাদী পার্টির অরবিন্দ গিরিকে হারিয়েছেন। অযোধ্যায় ১৭৪৫ ভোট পেয়ে জিতেছে বিজেপি। অযোধ্যায় বিজেপির হরি ওম পাণ্ডে ১৬৮০ ভোটে হারিয়েছেন সপার হীরালাল যাদবকে হারিয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক