পুরসভা ভোট একসঙ্গে করার দাবি তুলল বিজেপি

ডেস্ক: পুরসভা ভোট একসঙ্গে করার দাবি তুলল বিজেপি। আর তা একান্তই সম্ভব না হলে অন্তত একই দিনে গণনা করতে হবে, এ দিন এমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ইতিমধ্যেই একসঙ্গে ভোটের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি৷ সোমবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দেন, রাজ্যের সবকটি পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে না হলে মামলা করা হবে। রাজ্য সরকার সবে প্রাথমিক পর্যায়ে পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। তারই মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে মামলার হুঁশিয়ারি দেওয়া হল।


রাজ্যের একশোরও বেশি পুরসভার পুরবোর্ডগুলির মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছে৷ এই পুরসভা বা পুরনিগমগুলিতে প্রশাসক বসিয়ে কাজ চলছে৷ দীর্ঘদিন ধরেই পুরভোটের দাবিতে সরব ছিলেন বিরোধীরা৷ সম্প্রতি রাজ্য সরকারের তরফে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট করানোর প্রস্তুতি নেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়৷

আরও পড়ুন: পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর


সুকান্তর দাবি, রাজ্যের সমস্ত পুরসভায় যদি একসঙ্গে ভোট হয়, তা লড়ার ক্ষমতা রয়েছে বিজেপির। রাজ্যে ১১৪টি পুরসভায় ভোট বাকি, আর রাজ্য সরকার চাইছে শুধু কলকাতা ও হাওড়ার ভোট করাতে। প্রতিটি পুরসভা চলছে প্রশাসক দিয়ে। বছরাবধি কাল এই পরিস্থিতিতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই চটজলদি পুরভোট করার দাবিতে সরব হল বিজেপি।


শাসকদল যখন শতাধিক পুরসভা-পুরনিগমের মধ্যে মাত্র দু’টিতে সাত তাড়াতাড়ি ভোট চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। পাল্টা বিজেপিও সোমবার দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশনের। বিজেপি কমিশনের কাছে জানতে চায়, বাকিগুলি বাদ দিয়ে মাত্র দু’টোতে ভোট কেন হবে?জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, রাজ্যের নির্বাচনী বিধি অনুযায়ী পাঁচ বছরের মধ্যে নির্বাচন করতে হবে। করোনার দোহাই দিয়ে ভোট করেনি রাজ্য। কোনওটার মেয়াদ শেষ হয়েছে দু’বছর, কোনওটায় তিন বছর, কোনওটা আবার এক বছর। বিজেপির তরফে চিঠি দিয়ে বলা হয়েছে, রাজ্য সরকারের কোনও অধিকার নেই বেছে বেছে নির্বাচন করানোর। দু’টোয় হবে, বাকিগুলিতে কেন হবে না?

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে