প্রথম পাতা খবর নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

461 views
A+A-
Reset

বর্ধমান: শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, অসীম সরকারের হয়ে এই সভায় তাঁর বক্তৃতায় উঠে এল ‘চাকরিহারা’দের কথা।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পাহাড়-প্রমাণ দুর্নীতি হয়েছে তার খেসারত দিতে হচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীকেও। বর্তমানে কার্যত দিশেহারা অবস্থা তাঁদের। কিছু দুর্নীতিবাজ অযোগ্যদের জন্য আজ তাঁরা সব খুইয়েছেন। তাঁদের পাশে থাকবে বিজেপি।

চাকরিহারাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “যাঁরা সত্যি শিক্ষকের এই চাকরির অধিকারী। বাকিদের পাপের কারণে নির্দোষরাও সমস্যায় পড়েছেন। চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি। তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা। যাঁরা সৎ, যাঁদের ডিগ্রি ঠিক আছে, তাঁদের সহায়তা দেবে বিজেপি।”

প্রসঙ্গত, ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। ২০১৬ সালের এসএসসি-র সমস্ত নিয়োগই, অবৈধ বলে জানিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। বাতিল করে দেওয়া হয় পুরো প্যানেল। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতের বিচারাধীন। এরই মধ্যে রাজ্যে এসে প্রধানমন্ত্রীর এই আশ্বাস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.