কলকাতা: বালিগঞ্জে উপনির্বাচনে জিতেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে বাম প্রার্থী সায়রা শাহ হালিম। হারলেও প্রাপ্ত ভোটের হিসাব বলেছে তপ্ত বৈশাখের শুরুতে খানিকটা হলেও সুবাতাস এনেছেন তিনি আলিমুদ্দিনের অন্দরে। অবশ্য গত পুরনির্বাচন থেকে স্পষ্ট হচ্ছিল কিছুটা হলে রক্তক্ষণ বন্ধ হতে শুরু করেছিল বামেদের। উপনির্বাচনের ফলে চিকিৎসক পত্নী সায়রা প্রমাণ করেছেন তিনিও কোনও অংশে কম যান না।
প্রার্থী হিসাবে মুখে না বললেও বাস্তবে সায়রা নিজেও জানাতেন তাঁর জেতার আশা ক্ষীণ। তবু তাঁর লক্ষ্য ছিল ২১-এ সিপিএম প্রার্থী স্বামী ফুয়াদ হালিমের প্রাপ্ত ভোটের অঙ্ক টপকানো। সে বার হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে তিনি পেয়েছিলেন ৮,৪৭৪ ভোট। তাকে টপকে ফুয়াদের স্ত্রী সায়রা পেয়েছেন ৩০,৮১৮ ভোট।
অন্য দিকে ডিসেম্বরের পুরভোটে সাতটি ওয়ার্ড নিয়ে তৈরি বালিগঞ্জ বিধানসভায় বামেরা ভোট পেয়েছিল ১১,২৪২। সেই তুলনায় উপনির্বাচনে সায়রার প্রাপ্ত ভোট অনেকটাই বেশি। শুধু তাই নয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডেও ৯১৮ ভোটে এগিয়ে সিপিএম প্রার্থী। পাশের ওয়ার্ডেও তিনি ২২৪ ভোটে এগিয়ে ছিলেন।
কেরলের কান্নুরে সম্প্রতি শেষ হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। সেই পার্টি কংগ্রেসে উঠে আসা তথ্য বলছে রাজ্যে সিপিএমের সদস্য সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার। ২৫ হাজারের মতো সদস্য দল ছেড়ে। এই পরিস্থিতিতে সায়রা প্রাপ্ত ভোট আলিমুদ্দিনকে অক্সিজেন জোগাবে বলেন মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
283