234
কলকাতা : সাধারণতন্ত্র দিবসেও রাজভবন ও রাজ্যের মধ্যে টানাপোড়েন! কলকাতা পুলিশের ব্যান্ডের প্রবেশ আটকে দেওয়ার ঘটনায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বিকেলে রাজভবনে ঢোকার সময় মুখ্যমন্ত্রী দেখেন, কলকাতা পুলিশের ব্যান্ড দল বাইরে দাঁড়িয়ে। খোঁজ নিয়ে জানতে পারেন, সেই সময় বিএসএফের ব্যান্ড অনুষ্ঠান করছে, কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এরপর মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, রাজভবনের দেখভাল রাজ্য সরকারের অধীনে, সেখানে পুলিশের প্রতি এমন আচরণ অনুচিত। তাঁর হস্তক্ষেপের পর শেষ পর্যন্ত রাজভবনের অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পায় কলকাতা পুলিশের ব্যান্ড।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য বা রাজভবনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।