Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিকাশ ভবনে ভাঙচুরে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ পর্ষদের - NewsOnly24

বিকাশ ভবনে ভাঙচুরে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ পর্ষদের

বিকাশ ভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশকে শো-কজ় করল মধ্যশিক্ষা পর্ষদ। গত ১৫ মে আন্দোলনের সময় বেআইনি আচরণে যুক্ত থাকার অভিযোগে চিহ্নিতদের কাছে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

পর্ষদের অভিযোগ, ওই দিন বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করা হয়, গেটে তালা ঝুলিয়ে কর্মচারী ও সাধারণ মানুষকে আটকে রাখা হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, এবং পুলিশের উপস্থিতিতেও অভব্য আচরণ করা হয়। ছবি ও ভিডিও দেখে চিহ্নিতদের চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এতে ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়। আন্দোলনকারীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে রাজি নন, সেই দাবিতেই চলছে তাঁদের বিক্ষোভ। পর্ষদ জানিয়েছে, বেআইনি কার্যকলাপে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন, তা লিখিতভাবে জানাতে হবে।

এখনও বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান চলছে। তার মধ্যেই পর্ষদের শো-কজ় পদক্ষেপে নতুন করে চাপে পড়লেন আন্দোলনকারীরা।

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের