বিকাশ ভবনে ভাঙচুরে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ পর্ষদের

বিকাশ ভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশকে শো-কজ় করল মধ্যশিক্ষা পর্ষদ। গত ১৫ মে আন্দোলনের সময় বেআইনি আচরণে যুক্ত থাকার অভিযোগে চিহ্নিতদের কাছে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

পর্ষদের অভিযোগ, ওই দিন বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করা হয়, গেটে তালা ঝুলিয়ে কর্মচারী ও সাধারণ মানুষকে আটকে রাখা হয়, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, এবং পুলিশের উপস্থিতিতেও অভব্য আচরণ করা হয়। ছবি ও ভিডিও দেখে চিহ্নিতদের চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এতে ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়। আন্দোলনকারীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে রাজি নন, সেই দাবিতেই চলছে তাঁদের বিক্ষোভ। পর্ষদ জানিয়েছে, বেআইনি কার্যকলাপে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন, তা লিখিতভাবে জানাতে হবে।

এখনও বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান চলছে। তার মধ্যেই পর্ষদের শো-কজ় পদক্ষেপে নতুন করে চাপে পড়লেন আন্দোলনকারীরা।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?