অসমের ডিমা হাসাও জেলার একটি কয়লা খনি থেকে আরও তিন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট চারটি দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার আকস্মিকভাবে খনিতে জল ঢুকে পড়ার কারণে সেখানে আটকে পড়েন নয়জন শ্রমিক।
বুধবার প্রথম দেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আরও তিনজনের দেহ উদ্ধার করা হয়, যার মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। ওই শ্রমিকের নাম ছিল লিগেন মাগার (২৭), যিনি ডিমা হাসাওয়ের বাসিন্দা। বাকি দুই শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে।
খনিতে আটকে পড়া আরও পাঁচজন শ্রমিককে উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।