অসমের খনি থেকে ৪ শ্রমিকের মৃতদেহ উদ্ধার, আটকে পড়া ৫ জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত

অসমের ডিমা হাসাও জেলার একটি কয়লা খনি থেকে আরও তিন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট চারটি দেহ উদ্ধার করা হয়েছে। সোমবার আকস্মিকভাবে খনিতে জল ঢুকে পড়ার কারণে সেখানে আটকে পড়েন নয়জন শ্রমিক।

বুধবার প্রথম দেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আরও তিনজনের দেহ উদ্ধার করা হয়, যার মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। ওই শ্রমিকের নাম ছিল লিগেন মাগার (২৭), যিনি ডিমা হাসাওয়ের বাসিন্দা। বাকি দুই শ্রমিকের পরিচয় শনাক্তের কাজ চলছে।

খনিতে আটকে পড়া আরও পাঁচজন শ্রমিককে উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ