সাঁতরাগাছি ইয়ার্ডে ফাঁকা ট্রেনের কামরায় ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার হাওড়ায় পৌঁছনোর পর মুম্বই মেল ট্রেনটি সাফাইয়ের জন্য সাঁতরাগাছি নিয়ে যাওয়া হয়। তখনই রেলকর্মীরা একটি অসংরক্ষিত কামরার শৌচাগারে ঝুলন্ত দেহ দেখতে পান।
আরপিএফ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর কাছে ট্রেনের টিকিট ছিল না এবং এখনও পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠেছে। দীর্ঘ পথ চলার পরেও ট্রেনের অন্যান্য যাত্রীরা কীভাবে বিষয়টি টের পেলেন না? শৌচাগারে ঝুলন্ত দেহ এতক্ষণ কারও নজরে আসেনি কেন? পুলিশের অনুমান, চলন্ত ট্রেনেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।