কসবার পশিং মলের পিছনের জলাশয়ে ভেসে উঠল ভিন রাজ্যের যুবকের দেহ, রহস্যমৃত্যু নিয়ে তদন্তে পুলিশ

কলকাতার কসবার পশিং মলের পিছনের জলাশয়ে ভেসে উঠল এক যুবকের দেহ, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবক বিহারের বাসিন্দা। তিনি কসবায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে তাঁকে জলাশয়ের ধারে বসে থাকতে দেখা গিয়েছিল। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ওই জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবক মদ্যপ অবস্থায় জলে পড়ে যান এবং নেশাগ্রস্ত থাকায় নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারেননি। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক