শোকেসের মধ্যে বৃদ্ধের রক্তাক্ত দেহ, সেপটিক ট্যাঙ্কে আরও এক মৃতদেহ, কোচবিহারে হাড়হিম করা ঘটনা

কোচবিহার: বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার বৃদ্ধের কম্বলে মোড়ানো রক্তাক্ত মৃতদেহ। ওই বৃদ্ধের একমাত্র ছেলে প্রণব বৈশ্য পলাতক। বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে মিলল পলাতকের পিসতুতো দাদার বিকৃত মৃতদেহ।

কোচবিহারের দাওয়াগড়ি এলাকায় সোমবার সকালে এক মাছ ব্যবসায়ী রক্তের দাগ দেখে প্রতিবেশীদের ডাকেন। ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে দেখা যায়, শোকেসের মধ্যে কম্বলে মোড়ানো অবস্থায় বৃদ্ধ বিজয় বৈশ্যের দেহ পড়ে রয়েছে। রক্ত তখনও ঘরে জমে ছিল, যা স্পষ্ট করে যে খুন করে দেহ লুকানো হয়েছে।

ঘটনাস্থলে এসে পুলিশ তল্লাশি চালানোর সময় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে আরেকটি দেহ উদ্ধার করে। ওই দেহ প্রণব বৈশ্যের পিসতুতো দাদা গোপালের, যিনি গত এক মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুন হওয়া বৃদ্ধ বিজয় বৈশ্যের ছেলে প্রণব দীর্ঘদিন ধরে বাবাকে নির্যাতন করতেন। এলাকাবাসীর দাবি, বাবাকে মারধরের অভিযোগও রয়েছে। প্রণব পলাতক এবং তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কয়েক মাস আগে প্রণবের মায়ের মৃত্যু হয়েছিল। পুলিশের অনুমান, পারিবারিক কলহের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক