মালদহের নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার, পুঁতে দেওয়া হয়েছিল দেওয়ালের ভিতরে

মালদহের পুখুরিয়া এলাকার নিখোঁজ লেবার কন্ট্রাক্টর সাদ্দাম নাদাপকে অপহরণের পর খুন করে মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপনে বাড়ির দেওয়ালের ভিতরে পুঁতে ফেলে প্লাস্টার করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্কুলশিক্ষক ও তাঁর স্ত্রী।

অভিযোগ, ২৩ মে ২৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন সাদ্দাম। জানা গিয়েছে, তাঁর ঠিকাদারি ও ব্যবসা সংক্রান্ত সব কাজের দেখাশোনা বা ম্যানেজারি করতেন ইংরেজবাজারের কৃষ্ণপল্লির বাপুজি কলোনির বাসিন্দা স্কুল শিক্ষক রহমান নাদাপ এবং তাঁর স্ত্রী মৌমিতা হাসান। শিক্ষক দম্পতির কাছে তাঁর প্রায় ৪৫ লক্ষ টাকা পাওনা ছিল বলে দাবি পরিবারের। পুলিশি জেরায় অভিযুক্ত শিক্ষকের স্ত্রী খুনের কথা স্বীকার করেছেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে, চলছে স্বামীর জেরা।

অভিযোগের ভিত্তিতে প্রথমে ইংরেজবাজার থানায় এবং পরে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান সাদ্দামের স্ত্রী নাসরিন খাতুন। সাহায্যের জন্য যোগাযোগ করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তৃণমূল জেলা সভাপতির সঙ্গেও।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক