আনন্দপুরের কলেজ হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা: ফের পড়ুয়ার রহস্যমৃত্যু! আনন্দপুরের এক বেসরকারি কলেজ হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল কলকাতা-সহ প্রায় গোটা রাজ্য। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ আনন্দপুরের এক বেসরকারি কলেজের হস্টেল থেকেই ছাত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম শাবানা। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের বিএ অনার্সে পড়াশোনা করতেন তিনি। কলেজের হস্টেলে থাকতেন ওই তরুণী। সহপাঠী ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিলেন হস্টেলে।

জানা গিয়েছে, ওই ছাত্রী পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের বোকারোতে। ভিন্‌রাজ্য থেকে পড়াশোনার সূত্রেই তিনি কলকাতায় এসেছিলেন। কী ভাবে তাঁর মৃত্যু হল, এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই ছাত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক