Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দীপাবলীর আনন্দে ছায়া শোকের, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি - NewsOnly24

দীপাবলীর আনন্দে ছায়া শোকের, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানি

আলো আর আনন্দের উৎসব দীপাবলীর সন্ধ্যায় নেমে এল গভীর শোক। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই প্রখ্যাত অভিনেতা।

অভিনেতার ভাইপো অশোক আসরানি সংবাদমাধ্যমকে জানান, “দাদাজি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিকেল চারটে নাগাদ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।”

তাঁর প্রকৃত নাম গোবর্ধন আসরানি। বলিউডে পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি ছিলেন কৌতুকাভিনয়ের অন্যতম স্তম্ভ। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘সরগম’— একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

সত্তরের দশকে রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে জেলরের ভূমিকায় তাঁর সংলাপ “Hum Angrezon ke zamaane ke jailor hain” আজও দর্শকের মুখে মুখে। সেই এক ঝলক হাসি আর তীক্ষ্ণ কৌতুক বোধে তিনি হয়ে উঠেছিলেন বলিউডের এক অনন্য পরিচিত মুখ।

আসরানি প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে অভিনয় করেছেন, পাশাপাশি গুজরাটি ও হিন্দি টেলিভিশন ধারাবাহিকেও ছিলেন সমান জনপ্রিয়।

অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনা সহ বলিউডের প্রবীণ তারকারা তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন। নতুন প্রজন্মের অভিনেতারাও জানিয়েছেন, “আসরানি শুধু কৌতুকাভিনেতা নন, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান।”

দীপাবলীর উৎসবের আলো নিভিয়ে দিয়ে বলিউডকে শোকের সাগরে ডুবিয়ে গেলেন সেই মানুষ, যিনি সারাজীবন মানুষকে হাসিয়েছিলেন।

Related posts

যুবভারতী তাণ্ডব কাণ্ডে দু’জন গ্রেফতার, সিসিটিভি ফুটেজে চিহ্নিত অভিযুক্তরা

টোটো নথিভুক্তকরণে ‘ধীরে চলো’ নীতি, ফের সময়সীমা বাড়ানোর ইঙ্গিত পরিবহণ দফতরের

কুয়াশার সতর্কতা জারি, তাপমাত্রা স্থিতিশীলই থাকবে আগামী সপ্তাহে; কলকাতায় পারদ স্বাভাবিকের উপরে