Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে বিধ্বংসী বম্ব সাইক্লোন, ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে - NewsOnly24

প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে বিধ্বংসী বম্ব সাইক্লোন, ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে

প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম বা প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলে সম্প্রতি এক বিশাল বম্ব সাইক্লোনের স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা এবং দ্রুত বাড়তে থাকা শক্তির কারণে তা স্পষ্ট হয়ে উঠেছে। সাইক্লোনটি ভয়ংকর রূপ নিয়েছে, যার ফলে ওয়াশিংটনের লিনউড এলাকায় গাছ পড়ে একটি গৃহহীন ক্যাম্প এবং বেলভিউ এলাকায় একটি বাড়িতে আঘাত হানে। এতে দুজনের মৃত্যু হয়েছে।

এই শক্তিশালী সাইক্লোনের প্রভাবে হ্যারিকেন-সম শক্তি, প্রবল বৃষ্টি এবং ভারী তুষারপাত হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট, স্কুল বন্ধ এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও উত্তর-পশ্চিম অংশে।

বৃষ্টিপাত এবং বন্যার ঝুঁকি বেড়েছে। উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ-পশ্চিম ওরেগনের অনেক অঞ্চল বন্যার সতর্কতার আওতায় রয়েছে। শনিবার পর্যন্ত প্রায় ১৬ ইঞ্চি (৪০ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকস্মিক বন্যা, পাথরধস এবং ধ্বংসাবশেষ স্রোত ভয়াবহ বিপদের কারণ হতে পারে।

উত্তরের সিয়েরা নেভাদায় ভারী তুষারপাত এবং তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলটি প্রায় ১৫ ইঞ্চি (৩৮ সেমি) তুষারে ঢাকা পড়তে পারে। সেখানে পাহাড়ি অঞ্চলে বাতাসের গতিবেগ ৭৫ মাইল প্রতি ঘণ্টা (১২০ কিমি) পর্যন্ত হতে পারে। পাস-লেভেল এলাকাগুলোতে প্রায় হোয়াইটআউট পরিস্থিতি তৈরি হবে।

এই দুর্যোগে ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার ৬ লক্ষাধিক বাড়ি ও ব্যবসায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুনরুদ্ধার কাজ চালু থাকলেও অনেক এলাকায় বিদ্যুৎ এখনো আসেনি।

পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। ওরেগন-ক্যালিফোর্নিয়া সীমান্তের দক্ষিণমুখী ইন্টারস্টেট ৫ বন্ধ রাখা হয়েছে। অন্যান্য মহাসড়কেও যান চলাচলে বিলম্ব এবং বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও এই ঝড়ের প্রভাব পড়েছে। কানাডার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ২,২৫,০০০ বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

বোম সাইক্লোন হলো এমন এক ধরনের ঝড়, যা দ্রুত শক্তি সঞ্চয় করে। একদিনে বায়ুর চাপ অন্তত ২৪ মিলিবার কমে গেলে একে বোম সাইক্লোন বলে। এই প্রক্রিয়াকে বম্বোজেনেসিস বলা হয়। ঠাণ্ডা মেরু বাতাস উষ্ণ ক্রান্তীয় বাতাসের সাথে সংঘর্ষে লিপ্ত হলে এই ধরনের ঝড়ের সৃষ্টি হয়।

বর্তমান ঝড়টির বায়ুচাপ দ্রুত কমে ৯৪২ মিলিবারে নেমে এসেছে, যা এর ভয়াবহতা বাড়িয়েছে। এটি একটি অ্যাটমোস্ফেরিক রিভারের সাথে যুক্ত, যা প্রচুর ক্রান্তীয় আর্দ্রতা এনে প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি করছে।

বম্ব সাইক্লোনগুলোর দ্রুত বৃদ্ধি এবং বিস্তৃত প্রভাবের কারণে সেগুলো গুরুতর ক্ষতির কারণ হতে পারে। এই ঝড়টি আরও একবার মনে করিয়ে দেয় যে চরম আবহাওয়ার সময় মানুষের সতর্ক এবং প্রস্তুত থাকা কতটা জরুরি।

কর্তৃপক্ষ ঝড়ের পরিস্থিতি নিরবচ্ছিন্ন ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক বার্তা মেনে চলার এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Related posts

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,

প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা