পঞ্চায়েত নির্বাচনের পরে ফের বোমা বিস্ফোরণ। এ বার ঘটনাস্থল মুর্শিদাবাদের সালার। বোমা ফেটে আহত হয়েছে দুই শিশু। জানা গিয়েছে, খেলনা ভেবে একটি কৌটো নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ওই দুই শিশু।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারের কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা পশ্চিমপাড়া গ্রামে। শনিবার সকালে ওই গ্রামেরই বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামের দুই শিশু খেলনা ভেবে কৌটো বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে গুরুতরভাবে জখম হয়।
আহত অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয় সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই দুই শিশুর চিকিৎসা চলছে।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানান, বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরও চারটি কৌটো বোমা পড়ে রয়েছে।