নাগপুর থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ রায়পুরে


নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে হঠাৎই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। এই পরিস্থিতিতে বিমানটিকে দ্রুত ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং শুরু হয় তল্লাশি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে ১৮৭ জন যাত্রী এবং ছয় জন বিমানকর্মী ছিলেন। রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার কিরণ রাঠৌর জানিয়েছেন, বিমানটি বিস্ফোরক মুক্ত কিনা তা যাচাই করতে বম্ব স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত বিমানের ভেতর থেকে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি ভারতে একাধিক বিমান সংস্থা ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকির শিকার হচ্ছে। গত দু’সপ্তাহে প্রায় ৫০০টি বিমান এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। গত সপ্তাহেই কলকাতা বিমানবন্দরে সাতটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু তল্লাশিতে দেখা যায়, সেসব হুমকি ভুয়ো ছিল।

এই ধারাবাহিক বোমাতঙ্ক ভারতীয় বিমান সংস্থাগুলির নিরাপত্তা ব্যবস্থায় নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা