টিকিয়াপাড়া কারশেডে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল

হাওড়া: টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক। বুধবার সকালে হঠাৎই রেল লাইনে ধারে বোমা পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তারপরেই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

ঘটনায় প্রকাশ, সকাল সোয়া ১০টা নাগাদ জলেশ্বর লোকাল টিকিয়াপাড়া স্টেশনে ঢোকার সময় রেললাইনের ধারে সুতলি বাঁধা একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। আর সেই বস্তুটিকে কেন্দ্র করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সেই বস্তুটিকে বোমা ভেবেছিলেন তাঁরা।

এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরী বলেন, “টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমার মতো কিছু পড়ে থাকতে দেখা গিয়েছিল। সন্দেহ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান আরপিএফ আধিকারিকরা। যার ফলে টিকিয়াপাড়া কারশেডের কাছে সব রকম দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যদিও তদন্ত করে সেখান থেকে তেমন কিছুই পাওয়া যায়নি”।

একটি সূত্রে খবর, পটকা জাতীয় কিছু পড়ে থাকাতেই সন্দেহ হয় যাত্রীদের। আধ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।

আরও পড়ুন: রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ, আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন