বিস্ফোরক দিয়ে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি মেল! তদন্তে পুলিশ

স্বাস্থ্য ভবনে হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল। মেল করে জানানো হয়েছে, ভবনের কোথাও বিস্ফোরক রাখা আছে, যেকোনও সময় উড়িয়ে দেওয়া হতে পারে গোটা বিল্ডিং। বিষয়টি জানার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশাসনিক মহলে।

হুমকির খবর পেয়েই তৎপর হয় বিধাননগর পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে তারা। যদিও পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে কিছুই মেলেনি। তবুও কোনও ঝুঁকি না নিয়ে ভবনের প্রতিটি অংশে খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে মেলটি কোথা থেকে এসেছে, কে বা কারা পাঠিয়েছে তা নিয়েও।

উল্লেখ্য, গত এপ্রিল মাসেও একাধিক বার এমন হুমকি মেলের ঘটনা সামনে এসেছিল কলকাতায়। প্রথমে জাদুঘর, পরে শহরের একাধিক স্কুলে পাঠানো হয়েছিল বোমাতঙ্ক ছড়ানো মেল। তবে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই হুমকি মিথ্যা প্রমাণিত হয়েছে। তবু বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক ও জন নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?