একুশে বই উৎসবে ভাষা শহীদদের শ্রদ্ধা, থাকছে বাংলাদেশের বই

ইমন কল্যাণ সেন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড – এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “একুশে বই উৎসব “। আগামী ২১ ফেব্রুয়ারি রবিবার , দক্ষিণ কলকাতার তালতলা মাঠে এই মেলা শুরু হচ্ছে ।

চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত । মেলায় রাজ্যের নামী বাংলা ও ইংরেজি বই প্রকাশকদের স্টল ছাড়াও থাকছে বাংলাদেশের বই ।


কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয় , মাতৃভাষার সম্মান রক্ষার জন্য যাঁরা নির্ভয়ে গুলি ও বেয়নেটের সামনে বুক পেতে দিয়েছিলেন , তাঁদের স্মৃতির প্রতি এই উৎসব উৎসর্গীকৃত ।

আরও পড়ুন : কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূলের জনসভা

এই উৎসবে উদযাপন করা হবে বাংলা ভাষা , সাহিত্য ও সংস্কৃতির নানা দিক । প্রতিদিনই থাকছে বাংলা ভাষা চর্চা , বাংলা ভাষার জন্য সংগ্ৰাম এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিতর্ক ,আলোচনা সভা ইত্যাদি ।

এছাড়াও প্রতি সন্ধ্যায় থাকছে বাংলা গান , আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান । মেলা চলবে দুপুর দুটো থেকে রাত ন’টা পর্যন্ত ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন