নুডলস খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১২ বছরের বালক, হাসপাতালে ভর্তি পরিবারের ৫ জন

পিলিভিট: নুডলস খাওয়ার পরে একটি ১২ বছর বয়সি বালকের মৃত্যু। তার পরিবারের আরও পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে অভিযোগ। উত্তরপ্রদেশের পিলিভিতের এই ঘটনায় চাঞ্চল্য।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নুডলস ও ভাত খেয়ে পুরানপুর এলাকায় তিন জন শিশুসহ একই পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়ে।

তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর তাদের অবস্থার উন্নতি হওয়ার পর পরের দিন বাড়ি ফিরে আসে। তবে ওই রাতেই তারা আবার অস্বস্তি বোধ করতে শুরু করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোহন নামে ওই বালকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এবং কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পিলিভিটের কমিউনিটি হেলথ সেন্টারের এক চিকিৎসক জানান, “শনিবার খাবারে বিষক্রিয়ার অভিযোগ নিয়ে এখানে পাঁচজনকে ভর্তি করা হয়েছিল। আরেক নাবালক, বিবেকের অবস্থা সঙ্কটজনক ছিল তাই তাকে কাছের বরেলি জেলার একটি হাসপাতালে রেফার করা হয়েছে”।

বাকি চারজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক