কলকাতা: চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু। ’মীরজাফর ও অন্যান্য নাটক’ গ্রন্থটির জন্য তিনি এই পুরস্কার পাবেন বলে জানা গিয়েছে।
এই পুরস্কারের খবর জানতে পেরে ফেসবুকে ব্রাত্য লিখেছেন,’এসো সুসংবাদ এসো…।’ তবে যেহেতু ব্রাত্য তৃণমূলের মন্ত্রী সেখানে কেন্দ্রের এই পুরস্কার তাঁর ’কপালে’ জুটল কী ভাবে? মন্ত্রী নিজেই এর উত্তর দিয়েছেন। তাঁর কথায়, ’’এটি কেন্দ্রের পুরস্কার হলেও তা ঘোষণা করে একটি স্বশাসিত সংস্থা।’’
এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ’’বিজেপি রাজনীতির সঙ্গে সংস্কৃতি মেলাতে চায় না।’’
আরও পড়ুন: প্রতি বছর ১লা জানুয়ারি হবে ‘ছাত্র দিবস’ : মুখ্যমন্ত্রী