বিজেপি-তে আবার ভাঙন, যোগ তৃণমূলে

বিজেপি-তে ভাঙন অব্যাহত। এবার বীরভূমের রামপুরহাটের ১১ নং ওয়ার্ডের সন্দীপ চক্রবর্তী। ইনি কয়েক দিন আগেই বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পীকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সন্দীপ চক্রবর্তীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।

ঘাসফুলে যোগ দিয়ে সন্দীপবাবু বলেন, রাজ্যের উন্নয়নে সামিল হতেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, বিজেপি সংগঠন বলে কিছুই নেই।

অন্যদিকে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূল ভয় দেখিয়ে, শাসিয়ে বিজেপির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে তিনি তথ্য-প্রমাণসহ জানাবেন বলেও জানান।   

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন