ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল জনতা উন্নয়ন পার্টি। শুক্রবার অনুমতি চাইতে ভারতীয় সেনা–র দফতরে গিয়েছিলেন হুমায়ুন কবীর ও তাঁর দলের প্রতিনিধিরা। কিন্তু সেনার তরফে জানিয়ে দেওয়া হয়, ব্রিগেডে কোনও রাজনৈতিক দলকেই আর সভার অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তের পরেই পাল্টা মুর্শিদাবাদে বিশাল জমায়েতের হুঁশিয়ারি দেন হুমায়ুন কবীর।
গত মাসেই নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সেই সঙ্গে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার কথাও জানান তিনি। তবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেনাবাহিনীর অধীনে থাকায় রাজনৈতিক কর্মসূচির জন্য সেনার অনুমতি প্রয়োজন হয়। হুমায়ুনদের দাবি, সেনার তরফে শুক্রবার দেখা করতে বলা হয়েছিল এবং নির্দিষ্ট পদ্ধতি মেনেই আবেদন করা হয়।
হুমায়ুন কবীরের অভিযোগ, সেনা দফতরে দেখা করার সময় জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে ব্রিগেডে কোনও রাজনৈতিক সভার অনুমতি দেওয়া হবে না। বিকল্প হিসাবে শহিদ মিনারে সভা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে হুমায়ুনদের দাবি, তাঁদের পরিকল্পিত বিশাল জমায়েতের জন্য শহিদ মিনার যথেষ্ট নয়। সেই কারণেই ওই প্রস্তাব মানেননি তাঁরা।
ব্রিগেডে সভার অনুমতি না পেয়ে হুমায়ুন কবীর জানান, ‘‘আমরা নজর রাখছি ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলকে ব্রিগেডে সভার অনুমতি দেওয়া হয় কি না। যদি তা হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব।’’ একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে মুর্শিদাবাদে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত করা হবে। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।