নির্বাচনী প্রচারের সময় তেলঙ্গনার সাংসদের পেটে ছুরি, ভর্তি হাসপাতালে

নির্বাচনী প্রচারে বেরিয়ে হামলার শিকার তেলঙ্গনার ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) সাংসদ এবং দুবাক বিধানসভার দলীয় প্রার্থী প্রভাকর রেড্ডি। সোমবার সিদ্দিপেত জেলায় প্রচার করার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায়।

স্থানীয় সূত্রে খবর, নির্বাচনী প্রচারে এ দিন সিদ্দিপেত জেলার দৌলতাবাদ মণ্ডলের সুরামপল্লিতে প্রচারে গিয়েছিলেন ওই সাংসদ। সেখানেই ভিড়ের সুযোগ নিয়ে তাঁর উপরে হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। একটি টিভি ফুটেজে দেখা গেছে প্রভাকর রেড্ডি একটি গাড়িতে বসে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছেন। তাঁর সমর্থক এবং অনুগামীরা তাঁকে গাড়িতে বসিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সিদ্দিপেতের পুলিশ কমিশনার এন শ্বেতা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, যে ব্যক্তি সাংসদকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করেছে তাকে স্থানীয় কিছু লোক মারধর করে। তবে পরে হামলাকারীকে আটক করা হয়। এ বিষয়ে আরও জানান জন্য তদন্ত চলছে বলে জানান তিনি। অন্য দিকে, বিআরএস-এর দাবি হামলাকারী ব্যক্তি কংগ্রেসের সমর্থক।

প্রশাসন সূত্রে খবর, এখন নিরাপদ সাংসদ প্রভাকর রেড্ডি। তাঁকে গাজওয়েলে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, “সাংসদ প্রভাকর রেড্ডিকে গাজেওয়েলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বিপন্মুক্ত।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে