পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান, ফেরাতে তৎপর ভারত, রাজি নয় পাক-রেঞ্জার্স

পাকিস্তানে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের আটকের খবর পৌঁছেছে তাঁর হুগলির রিষড়ার বাড়িতে। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার। সংবাদমাধ্যমের ভিড় আর টেলিভিশনের পর্দায় চোখ রেখেই কাটছে প্রতিটি মুহূর্ত।

পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন পূর্ণম। জানা গিয়েছে, বুধবার বিকেলে ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করেছে। রাতেই বিএসএফ এবং পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং হয়। জওয়ানকে ফিরিয়ে দিতে হবে বলে ভারতের তরফে দাবি তোলা হয়েছে। কিন্তু পাকিস্তান ওই বিএসএফ জওয়ানকে ফেরাতে রাজি হয়নি। আজ ফের দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা।

৪০-এর কাছাকাছি বয়সের পূর্ণমের বাড়ি রিষড়ার হরিসভা এলাকায়। তাঁর বাবা-মা, স্ত্রী রজনী এবং সাত বছরের সন্তান রয়েছে। ৩১ মার্চ ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন তিনি। ছেলের খবরে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা দেবন্তি দেবী। বলেছেন, ‘‘আমার ছেলেকে শুধু সুস্থ ভাবে ফিরে পেতে চাই।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক