প্রথম পাতা খবর আজ সংসদে বাজেট পেশ

আজ সংসদে বাজেট পেশ

513 views
A+A-
Reset

নয়াদিল্লি: বুধবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন। আজ বেলা ১১টায় লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট প্রস্তাব পেশ করবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। তবে এটি হবে ভোট অন অ্যাকাউন্ট। সম্ভবত এই বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ১ ফেব্রুয়ারিতে পেশ করা বাজেটটি একটি অন্তর্বর্তী বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্ট’। অন্তর্বর্তীকালীন বাজেটে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত রাজস্ব ও ব্যয়ের খতিয়ান পেশ করা হয়। যাতে দেশের অর্থনীতির সুষ্ঠু পরিচালনায় কোনো সমস্যা না হয় এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য বজায় থাকে।

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের এই অন্তর্বর্তী বাজেট জনমোহিনী হয়ে উঠতে পারে বলে বিভিন্ন মহলের আশা। মধ্যবিত্তের আয়করে বড়সড় রেহাই, কৃষকদের বিভিন্ন সুযোগসুবিধা প্রদান, মহিলা ও যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন প্রকল্পের ঘোষণার মাধ্যমে ভোটবাক্স আরও মজবুত করার প্রয়াস চোখে পড়তে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.