জোর ধাক্কা মোদী সরকারের, পদ্মসম্মান প্রত্যাখান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়

কলকাতা: মোদী সরকারে দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখান করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার এই খবর জানিয়েছেন তাঁর পরিবার। অন্যদিকে পদ্মশ্রী সম্মানও প্রত্যাখান করছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বুদ্ধবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে শারীরিক ভাবে অসুস্থ হলেও সিদ্ধান্ত নিতে যথেষ্ট সক্ষণ তিনি। রাত বিবৃতি দিয়ে জানান, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।’

দিল্লি থেকে যখন ফোন সন্ধ্যা মুখোপাধ্যায়কে জানানো হয় তাঁকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। তিনি জনিয়ে দেন, তিনি বলেন, ‘‘আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর কোনও দরকার নেই। শ্রোতারাই আমার সব।’’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন