কলকাতায় ফের রহস্যমৃত্যু, নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার অর্ধদগ্ধ দেহ

বাগবাজারের নিবেদিতা লেনে রহস্যজনক মৃত্যু। শনিবার সকালে একটি নির্মীয়মাণ বহুতলের এক তলা থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধদগ্ধ দেহ।

স্থানীয়রা প্রথমে পোড়া গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে তাঁরা দেখেন বহুতলের ভিতরে পড়ে রয়েছে দগ্ধ দেহটি। সঙ্গে সঙ্গে খবর যায় শ্যামপুকুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫। বহুতলের গেটে তালা লাগানো ছিল বলে জানা গেছে। কীভাবে তিনি ভিতরে ঢুকলেন, বা তাঁকে ঢুকিয়ে দেওয়া হল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনার তদন্তে নেমেছে শ্যামপুকুর থানার পুলিশ। কে এই ব্যক্তি, কীভাবেই বা মৃত্যু হল— সব প্রশ্নের উত্তর দেবে ময়নাতদন্তের রিপোর্ট। রহস্য আরও গভীরতর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক