কলকাতা: একটি মিনিবাসে আগুন আতঙ্ক। ইঞ্জিন থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের সামনে ঘটে এই ঘটনা।
ঘটনায় প্রকাশ, বিরাটি থেকে বিবাদি বাগ আসছিল বাসটি। সেন্ট্রাল অ্যাভিনিউতে ওঠার পর থেকে বাসে খুব বেশি যাত্রী ছিল না। মহাজাতি সদনের কাছে বাসটি আসতেই আচমকা আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সকালে বাসটিতে অল্প সংখ্যক যাত্রী ছিল। ধোঁয়া বার হতে দেখার বিষয়টি নজরে আসার পরেই তাঁদের তড়িঘড়ি বাস থেকে নামানো হয়।
দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ। পুলিশ বাসের চালককে থানায় নিয়ে যায়। কীভাবে আগুন লাগল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরেই এই নিয়ে নির্দিষ্ট কিছু জানানো সম্ভব বলে দাবি পুলিশের। বাসটিতে যাবতীয় নথি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।