কলকাতা: বাস ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে কয়েক মাস ধরেই। ফের বেসরকারি বাস মালিকের একাংশ বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে চিঠি দিল পরিবহণমন্ত্রীকে।
কদিন আগেও বাস ভাড়া বৃদ্ধি করার দাবি নিয়ে চিঠি লেখে বাস মালিক সংগঠন। ফের বাস ভাড়া বৃদ্ধি–সহ তিনটি দাবি নিয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহণ সচিব সৌমিত্র মোহনকে আবার নতুন করে চিঠি লিখলেন ‘জয়েন্ট কাউন্সিল অফ বেঙ্গল বাস সিন্ডিকেট’ নেতৃত্ব।
জানা গিয়েছে, আগেও বহুবার বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে পরিবহণ দফতরে । তবে তা সত্ত্বেও কোনওমতেই বাস ভাড়া বৃদ্ধি হবে না, এই সিদ্ধান্তেই অনড় থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, কোনওমতেই সাধারণ মানুষের উপর বাস ভাড়া বৃদ্ধি করে চাপ সৃষ্টি করা যাবে না। তবে বাস মালিকদের মতে, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম তাতে আগের ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না।
তবে নিজেদের দাবিতে অনড় রয়েছেন বাস মালিকরাও। নতুন করে চিঠি দিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বেঙ্গল বাস সিন্ডিকেট জানিয়েছে, কলকাতা-সহ বাংলার সব জেলায় বাসের ভাড়া বৃদ্ধি করে সেটা নোটিফিকেশন দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে।