254
বাংলা-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে ১৯ জুন (বৃহস্পতিবার), গণনা ২৩ জুন (সোমবার)। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রবিবার।
যে যে কেন্দ্রে উপনির্বাচন:
- পশ্চিমবঙ্গ: কালীগঞ্জ (নদিয়া) — তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে
- গুজরাত: কাদি (বিধায়ক করসনভাই সোলাঙ্কির প্রয়াণে), বিসাবদর (আপ বিধায়কের পদত্যাগে)
- কেরল: নিলম্বুর — নির্দল বিধায়ক পিভি আনওয়ার তৃণমূলে যোগ দিয়ে ইস্তফা দেন
- পঞ্জাব: লুধিয়ানা পশ্চিম — আপ বিধায়ক গুরপ্রীত বস্সি গোগির অস্বাভাবিক মৃত্যু
এই পাঁচ কেন্দ্রেই শূন্য আসনে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক বেছে নেওয়া হবে আগামী মাসে।